দু চাকায় ভব ঘুরে,
মন ছোটে বহু দূরে -
ছুটি প্রাণ শ্বাস ভরে ;
হ্যান্ডেল সাথী করে।
ব্রেক বেল বাজিয়ে,
না জোরে চালিয়ে -
দরকারি যত কাজ ;
করে ফেলি নাহি লাজ।
জীবনের চাকা ঘোরা,
হতো যদি এমনই -
চিন্তার মাথা ব্যথা ;
থাকতো না তেমনই।
ভাবি আজ খালি বসে,
এমনটা হত বেশ-
সাইকেলে বসে ভেসে;
কাজ যত হত শেষ।
বাঁধা যত জীবনের,
ব্রেক কোষে কাটাতাম -
সরলের পথে বেশ ;
আরামেই থাকতাম।