যুগযুগান্ত পাশে লয়ে সাথী, নদী ঐ ভাগীরথী,
করুণ বক্ষে স্মৃতিভরা জ্বালা কত যে সে উদাসী-
নীলাকাশ মাঝে স্মৃতির সাক্ষী তুমি যে হাজারদুয়ারী;
দাঁড়ায়ে তবু নিরালায় আজি, না রহে সাথী একাকী;

কত কি শংকা, হিংসাকর্ম, প্রাণ ভয়ে হানাহানি,
নবাবী শাসনে নিকৃত ডরে বিশ্বাসে হারা হারি-
আজও কেন থাকো ইতিহাস ঘিরে শরমে মায়াবিনী;
কোথায় লুকায়ে সব কথা আজি নিঠুর কালদ্রোহী।

হাজার সেপাই হাতে হাত ধরে, না হয় তবুও জয়ী,
কামানের গোলা বুকে করে সাথী বে চালেই হারে সবি-
ফিরিঙ্গি নীতি পিছু চাপে হটে বাংলা ছিল যে দাসী;
হায় সিরাজের যাতনা রক্তে লাল হয় রাঙা মাটি।