গৃহ কারাবাসে কাটে নির্ভীক,
ক্ষুদায় কাতর কত যে শ্রমিক-
করোনা বিরামে রয়েছি মোরা;
দেখ স্বনিবাস পানে হাঁটছে কারা।
সারাদিন হেঁটে পেটে নেই গ্রাস,
ক্লান্ত শরীরে চোখে অবসাদ-
রাতের আঁধারে নিয়ে গেল প্রাণ;
মহা সমরের হয় অবসান ।
ঘরে ফেরা পথে প্রাণহীন কেহ,
জুতো ব্যাগ পড়ে যুদ্ধের দেহ-
কেন গেল শ্বাস কেই বা দোষী;
কারই বা ছিল ভুলের ত্রুটি।
দুনিয়ায় ছেয়ে মরণের আঁধার,
করোনার গ্রাসে লাশের পাহাড়-
কত মানুশের না জোটে আহার;
ব্যাপারী লুটছে তোমার আমার।
কত প্রাণ গেল আর কত যাবে,
যুক্তি তর্ক কবে শেষ হবে-
কিছু মানুষ রয় আজও অবুঝ;
কবে লাল ভূমি হবে পুনঃ সবুজ।