কৃষ্ণকলিতে সন্ধ্যা সারা -
হয় যে ক্লান্তময়,
নিস্তেজ সব চিন্তাধারা ;
প্রকাশিত সংশয় ।

কাজের গতি সময় গতি,
হয় যে বেজায় ভারী;
হাতছানি দিয়ে সকল মতি -
সুদূরে দেয় পাড়ি।

আকাশ পাতাল হরেক কথা,
মনে দিয়ে যায় ব্যাথা -
কোন সে আলোয় স্বপ্ন যেথা;
ভাবায় কাহার কথা।

কতো প্রহর গেছে যে কেটে,
ঢেকেছে সূর্য ছায়ায় -
কতো অভিমান যায় যে মিটে;
পুরানো প্রফুল্লতায়।

জীবনাদর্শ থাকুক জুড়ে,
আশায় মন যে ভরাক -
আলোক ঝরার স্পষ্ট সুরে;
তমসার মেঘ সরাক ।