লেডিস স্পেশাল বনগাঁ লোকাল,
ছুটছে জীবন গতি-
ত্যাগের মায়ায় সকাল বিকাল;
মহিলা হরেক মতি।


চিন্তা ভারে শম্পা ভাবে,
ফিরবে কখন ঘরে-
পড়াশোনা ছেলের কাজে;
মনটা আকুল করে।


চন্দ্রা ভাবে আর পারি না,
অফিস কাজের চাপে-
নেইকো ছুটি আর সহে না;
কোন্ সে করুণ শাপে।


অরুণিমার ভিন্ন ভাষা,
পাহাড় পড়াশোনায়-
রাজনীতির ঐ নানান্ বাধা;
মন ভেঙে যায় পড়ায়।


কাজের মাসী উদাস বসে,
তাকায় দুদিক দুখে-
বিদ্যা যদি থাকতো বশে;
জীবন পেতো সুখে।


সকল দিদিই মনে মাতাল,
হৃদয় উথাল পাথাল-
লেডিস স্পেশাল বনগাঁ লোকাল;
ছুটছে রাত্রি সকাল।