জীবনপথের যান্ত্রিকতা :
জীবন গাড়ি ছুটছে সদা,
তেপান্তরের মাঠ পেরিয়ে-
গতি ভরা স্বপ্নে মাখা;
সুখ দুঃখ সব হারিয়ে।
অল্প প্রেমের ছোঁয়ায় মাখা,
ভালোবাসার কথা ছাড়িয়ে-
ছুটছে জীবন ছুটছে সদা;
যান্ত্রিকতায় ভাব জমিয়ে।
হরেক মনের সবুজ আশা,
সে সব কিছু সব হারিয়ে-
জীবন বায়ু বইছে সদা;
মানবতার দীপ ছিনিয়ে।
কোন সে পথে ছুটছি মোরা,
ব্যস্ত যুগে তাল মিলিয়ে-
যন্ত্র মানব যন্ত্রে সদা;
হিসাব নিকাশ যায় হারিয়ে।