স্মৃতির অতলে যাই যে তলিয়ে,
মন দিয়ে যায় বিষাদে ভরিয়ে-
তোর ঠোঁটে আজও রং যে আছে;
রহে তা জড়ায়ে হৃদয়ে মাঝে।
থাক না আড়ালে মনের কথা,
শাখে শাখে থাক মনের ব্যথা-
উষ্ণ লাজের ঠোঁটের হাসি;
কান্না লুকায় শত রাশি রাশি।
লাল ঠোঁটে তোর সোহাগ স্মৃতি,
মনে পড়ে কত রঙ্গীন স্তুতি-
উঁকি দিয়ে যায় কত ভালোবাসা;
দুষ্টু মিষ্টি হাসি অভিলাষা।
তোর পরশে খুঁজি উষ্ণতা,
আছে আজ সেথা শুধু যে ব্যথা-
হাতের মুঠোয় আছে আশ্বাস ;
ঠোঁট তোর খোঁজে শুধু বিশ্বাস।