সংঘাত এক ভীষণ জ্বলে বক্ষ তরে,
না বলা কথা যে কত মনে পড়ে-
হৃদয় তবু সে হরষে কভু কষ্ট ঝরে;
ঝঙ্কারে কোন্ সে মনোবীণার করুণ স্বরে।
জীবনের কত কি যে ভুলে শত বারি ঝরে,
দিনের লিপি অরুণ ছায়ায় পড়ে ঢলে-
হতাশ প্রাণে কথা কত কানে বেজে চলে;
হৃদয় থাকে উদাস মনে অশ্রু ধরে।
সময় কাঁটায় জীবন যে সদা ভেসে চলে,
কভু তৃষ্ণা সেথা হৃদয় ব্যথায় কেঁদে মরে-
সময় যায় যে সরে ভবে ফাঁকি দিয়ে;
চাওয়ার অনলে মনটা কভু তো পুড়ে চলে।
কত কিছু যায় যে হারিয়ে জীবন বাঁকে,
অবুঝ মন যে ছোটে সদা পিছে পিছে-
ধূসর কভু বা স্বপ্ন রঙ্গীন মনোমাঝে;
চাওয়া পাওয়ার হিসাব যে রয় তাই পাশে।