আজীবন সবে সাথী কি থাকে,
তবুও মনন দুঃখ জপে-
কর্ম আসলই কাঁটার চাপে;
জয় নিদারুণ বাঁধায় সপে।
হোক না ভবের অর্ধ পাওয়া,
ক্ষমা যে করিস অনেক চাওয়া;
ত্যাগীর বাসনা না করে তাজ্য,
করিস ব্যাপিত খুশির রাজ্য।
ভাল থাক সদা মিত্র আমার,
জীবন সাথী ক'রে পরিহার-
ভুলে থাক যত সব যাতনারে;
মানবের তরে কাজ করিবারে।
চিন্তা মননে না রাখিস কভু,
হৃদয় সাথী না পেয়ে তবু -
কর্মে ডুবিস সুরের তালে;
জীবন ভরাবি সুখের চালে।