পৃথিবী তুমি চলেছো ঘুরে সূর্যটাকে ঘিরে,
চন্দ্র তোমায় প্রদক্ষিণে চলছে ধীরে ধীরে-
সূর্য চন্দ্র ধরণীর এই গভীর প্রেমের কথা;
ক্ষনিকের তরে ত্রি-সখার হয় একটু চক্ষু দেখা।
ত্রিকোণ প্রেমের এই কাহিনীর আজ যে প্রজ্জ্বলন,
চন্দ্র এসে দাঁড়ায় মাঝে ঈর্ষা জ্বালায়ে মন-
কতদিন পর সূর্য পৃথ্বী আসিল সমান রেখায়;
অরুণ-ধরণী প্রেম দেখে তাই চন্দ্র মন ব্যথায় ।
চন্দ্র তুমি বুঝি কেন তবে রাগের গরিমা দেখাও,
সূর্য ধরার মাঝে তাই এসে একটু ক্ষণিক দাঁড়াও-
দিনের রাজা রাতের রাণীর সবুজ প্রেমের গাঁথা;
ধরণী তাই তো দূরে সরে রয় হৃদয়ে নিয়েছে ব্যথা।