দিবস রাত্রি মন যে সদা ব্যাকুল থাকে,
অবয়ব তার প্রাণের কোণে ঝলক লাগে-
উদাস মনের আকুল হৃদে এ কি জ্বালা;
শ্রমের মাঝেও মুখটা যে তার যায়না ভোলা।
মধ্য রাতে স্বপন জালে মনের মাঝে,
মধুর আবেশ কল্প আঁখে সুধা জাগে-
মিষ্টি আলাপ স্বপ্ন মায়ায় ভরে কতো;
লাজুক মুখে শরমে হারে লজ্জা যতো।
ফুলের ঘ্রাণে মক্ষি রাণী মাতাল মনে,
পুষ্প তবু লাজুক মুখে ব্যথায় দোলে-
বক্ষ জুড়ে নীরব রাতে ভাসায় যিনি;
হৃদয় নৃত্যে ব্যাকুল ছোঁয়ায় স্বপ্ন রাণী।
মাতাল রূপের মিষ্টি বাসের মত্ত প্রভায়,
সদাই ছোটে মক্ষি রাণী কিসের পাওয়ায়-
সেই মায়ারই মধুর টানে মনটা কেমন;
স্বপ্ন রাণীর পরশ পাওয়ার হৃদয় পাগল।