তখনো সন্ধ্যা নামেনি।
গোধূলীর রক্তিম আভা রাঙিয়েছে চারিদিক।
তুমি বুঝতে পারনি শ্রীদেবী।
সব ভুলে আমি তখন কতটা নির্ভীক।
তুমি বুঝতে পারনি শ্রীদেবী।
সেদিন কত সহজে পরাজিত হলো-
অর্কপ্রেমময় রক্তিম আভা আর গোলাপের পাঁপড়ি;
তোমার অধর পানে তাকিয়ে।
আমি কি করে থাকি বলো চোখ মেলে।
সেই তো প্রেমের শুরু-
অধরে-অধরে মিশে ফোটে গোলাপের কড়ি
সুরভী নেই তবু যেন মধু আছে ভরি।
বাঁধাহীন তুমি বুঝতে পারোনি।
সব ভুলে আমি তখন কতটা নির্ভীক।
ভাঙিলাম প্রেমের গিরি।
যৌবন সাগরে মিশে দুজনেতে ঢেউ গুনি।
একে একে তুমি আমি একই বৃন্তে দুটি কলি।