সঙ্গে যাবো তোর,,
ঐ দূর পাহাড়ের বুকে।।
চাঁদরের নীলিমায়,,
আঁকব শুধুই তোকে।।
মন চাইলে হারাবো,,
অনেক দূরে পালাবো।।
গোপনের সীমা রেখায়,,
নিঝুম দ্বীপের কিনারায়।।
ভাসবো দুজনে,,
সঙ্গী শামুক মুক্ত ঝিনুক।।
সঙ্গে যাবো তোর,,
ভোরের শীতল হাওয়ায়।।
মেঘ হয়ে চাঁদের বাড়ি,,
তোর কাজলের মায়ায়।।
মিশবো দুজনে,,
অজানা ভুবনে।।
যেখানে নেই ভর করা,,
আকুলতার দোটানায়।।