দূরের ঐ মেঘে আজ বৃষ্টি নেই
শুধু মলিনতার হাহাকার
রোদের আলো ছঁটা ঝাপসা
চারদিকে নেমেছে আজ অথৈ আঁধার।।
মরীচিকা পড়েছে জানালার গ্রীলে
সুখ গুলো চাপা পড়া অভাবের তিলে
স্বপ্নীল ইচ্ছেরা হারিয়ে গেছে আজি
হয়তো কবে যেন হারাবে স্মৃতি সবি।।
দূরের ঐ মেঘে আজ বৃষ্টি নেই
নেই নীলবারতার সেই লুকোচুরি খেলা
টুপটাপ শব্দের ক্লান্তি নেই
শুধু আছে ফাঁকা মাঠের অচিরেই অবহেলা।।
দূরের ঐ মেঘে আজ বৃষ্টি নেই
আকাশে ও নতুন করে আলোর দৃষ্টি নেই
আছে শুধু উদাস ময় কালো পাহাড়
নেই কোথাও মানবতার স্রোত ও সাঁতার।।