সুপ্ত শিশির
ভেজা ঘাস।।
নীল কুঠি
রঙহীন আকাশ।।
অবেলা দুপুর
ক্লান্ত কাঁক।।
নীরব বিকেল
পূর্নতায় যাক।।
সাঁঝের বেলা
রবির খেলা।।
এক নিমিষেই
আঁধার মেলা।।
নেই সোনালি
হারিয়ে ইতিহাস।।
জোনাক পোকা
উড়ানো প্রবাস।।
রাত্রি নিঝুম
ঘন কালো।।
এইতো সেই
দিন ফুরালো।।
নেই সাঁড়া ইশারাও
বন্ধ চোখ দম বুঝি গেল।।