মন মাঝি তুই,,
বৈঠা আমি
ঢেউ এ খেলা করি বার মাস।।
নীল নদী তুই,,
পদ্ম আমি
সুরভি ছড়াই এক রাশ।।
সুখ পাখি তুই,,
আমি ডানা তোর
উড়ে চলি ঐ বিশাল আকাশ।।
শিশির ফোঁটা তুই,,
আমি কুয়াশার
ছুঁয়ে থাকি সবুজ ঘাস।।
বালু চর তুই,,
আমি মরুভূমি
বয়ে বেড়াই উথাল পাথার।।
মন মাঝি তুই,,
আমি প্রয়াসী
দূরে থাক না সকল আঁধার।।