প্রকৃতি তুমি মিশে আছো প্রতিটি বাঙালির অন্তরে,,
তুমি বিচরন করো সেই সবুজ মাঠে ঘাটে আর অনাবিল প্রান্তরে!!
তুমি লুকিয়ে থাকো পাখি ডাকা ভোরে,,
কিচিরমিচির কলরবে যেন মাতিয়ে রাখো সুরে!!
প্রকৃতি তুমি সোনালী ধানক্ষেতে,,
আলো ঝরাও কৃষকের মুখের হাসিতে!!
জ্বালাও তুমি সন্ধ্যা প্রদীপ গ্রাম্য ছলে,,
মায়ের ছেলে ঘুমায় মায়ের আঁচল তলে!!
প্রকৃতি তুমি কতই না সুন্দর ,,
মনে প্রেম জাগাও!!
রংধনু আর বৃষ্টি মিশিয়ে,,
বিশাল আকাশে ছবি আঁকাও!!
সেই ছবিতে ছুটে উঠে বাংলা মায়ের মুখ আর দেয়ালে আটকানো কয়েকটা ছবির ফ্রেম,,
বার বার হারিয়ে ফেলি তোমাতে হৃদয়,,
এ যেন এক ঠিক প্রকৃতি প্রেম!!