বেরঙীন ঘুড়ি,,
তুই উড়িস কার আকাশে?
ঠিকানাহীন পথচলা তোর,,
এতো আকাশ ছুয়ে দিস কেন অবহেলাতে!!
বেরঙীন ঘুড়ি,,
তোর লাটাই এর সুতো!!
কতদূর নিতে পারে বেখায়ালি মনকে,,
আকাশের সীমানায় কত গভীরে নিতে পারে এ দৃষ্টিকে!!
বেরঙীন ঘুড়ি,,
যাযাবরের ন্যায় বুঝি ক্লান্ত পথিক তুই,,
তোর গন্তব্য শত উদ্দেশ্য বল কাকে ঘিরে?
মিলতে কি পারবি মনের সাথে,,
দুটি সীমানার একি নীড়ে!!
বেরঙীন ঘুড়ি,,
নেই তোর কোনো আসল ঠিকানা!!
যে ঠিকানায় চিঠি পাঠিয়ে,,
জানবো যা না ছিল জানা!!