একটু বাঁচার আশায় হাতড়ে বেড়াই মিছে সুখ,,
জীবনের দ্বিতীয় ধাপে একটু কষ্ট কুড়াই!!
যায় শুকিয়ে নদীর পানি,,
নোনা জল নেই দুচোখে!!
অভিশাপ এ জীবনে,,
ক্লান্তির ছাপ আঁকা এ মুখে!!
একটু হাসির ছলে খুজে বেড়াই মিছে সুখ,,
কষ্ট যত অন্তরে ফেটে যায় বুক!!
হারিয়ে যায় স্বপ্নগুলি,,
বাস্তবে সবি অভিশাপের ছায়া!!
দিন রাত যায় কেটে একা,,
বাড়ে বাবা মা বোনের মায়া!!
কষ্ট চাপিয়ে বুকে ভর করি মিছে সুখ,,
নীরবতায় জল আসে চোখে!!