মেঘ বরষা তরল ধারা,,
নতুন করে শিখাও!!
কেমন ধারায় বর্ষ তুমি,,
আবার একটু দেখাও!!
নীল আকাশের কোনে তুমি,,
ছড়াও কালো মেঘ!!
বর্ষনে বর্ষনে ডুবাও তুমি,,
কেনই বা তোমার এত তেজ!!
মেঘ বরষা তোমায় ঘিরে,,
যেন সাজ সাজ রব!!
আসবে তুমি বাজবে কানে,,
বৃষ্টির টুপটাপ!!
ছন্দ গুলো মৃদু হাওয়ায়,,
ছড়াবে সারা গ্রাম!!
কৃষি কাজের আনন্দে সবাই,,
করবে ধুমধাম!!
মেঘ বরষা তোমার জন্য,,
সারা পাড়া হাসি মুখ!!
আগামী বছরে আসবে যেন,,
তোমায় দেবে অনেক সুখ!!
সাত রং এর রংধনুতে দেখি,,
তোমার জাদুর খেলা!!
চেয়ে দেখো ঐ তোমায় নিয়ে,,
বসেছে শুভ বর্ষ মেলা!!
মেঘ বরষা মেঘ বরষা,,
দাওয়াত রইল তোমার!!
প্রতি বছরে ঠিক সময়ে,,
আসার আমন্ত্রন জানাই!!