আবেগ ছাড়া মানব প্রানী,,
কেমনে চলে বিপথ গামী!!
প্রানের নেশায় ধূপের ছায়ায়,,
থমকে চোখে স্বপ্ন খেয়ায়!!
মন উজাড়ী পথের বাকে,,
আসছে ধেয়ে শকুন পিশাচ!!
যায় তারা শরীরের মাংস শুঁকে
আবেগ ছাড়া মানব প্রানী,,
ঙ্গান থেকে ও তার নয়ত ঙ্গানী!!
পাথার বেয়ে অর্থ লুটে,,
লোভের নেশায় চলছে ছুটে!!
অন্ধকারের মায়া লোকে,,
গেছে ভুলে পথ গেছে রে ভুলে!!
প্রানের মায়ার পরোয়া করে,,
উড়িয়ে দিয়ে শহর তলে!!
ধ্বংস স্তুপ আর ধোঁয়ার মেঘে,,
খায় তারা মানুষের রক্ত ছেঁকে!!