উৎসর্গঃ- কবি ও কথাসাহিত্যিক সফি সুমন ভাইয়ের আম্মা'কে।


শীতকালের এই সকালবেলায়
বসে একলা মনে,
মায়ের কথা ভীষণভাবে
জাগছে মনের কোণে।
ভাপাপিঠ পাটারি গুর
এনে দিতে যখন,
দুঃখ আর ক্লেশ আছে যত
ভুলে যেতাম তখন।
খেজুর গাছের মিষ্টি রস মা
আঁচল দিয়ে ছেকে,
তুলে দিতে আমার হাতে
রসের হাড়ি থেকে।
তোমার মত কেউ করেনা
আমাকে আর আদর,
ঠান্ডা লাগবে কেউ বলেনা
পরে নাও চাদর।
খোদা তায়ালা যেন মাগো
রাখেন তোমায় সুখে,
আমিও মা আসবো আবার
ফিরে তোমার বুকে।
বেহেস্তে মা আছো তুমি
আর বেশী দেরী নাই,
আর একটু অপেক্ষা করো
আমি যে কখন যাই।
স্রষ্টার কাছে করি মাগো
দিনরাত এ প্রার্থনা,
বেহেস্তেও থাকতে চাই
মা-ছেলে দুজনা।