আসিল শরত্     জাগিল জগত্
       শরতের সুপ্রভাতে,
বিহগ সকল     করে কোলাহল
       বসি তরুর শাখাতে।


আসে অবিরল    ধেয়ে অলিদল
       যেথা ফোটে শতদল,
মরাল মরালী    করে জলকেলি
       দিঘির শীতল জল।


নিশির শিশির    পড়ে ঝিরঝির
       কচি কচি দূর্বাঘাসে,
পূরব গগনে      অরুণ কিরণে
       প্রভাতের রবি হাসে।


সকাল ও সাঁঝে    ঢাকঢোল বাজে
     পূজো এসে গেল কাছে,
মা’র আগমনী   কান পেতে শুনি
     পুলকে হৃদয় নাচে।