আকাশ পারে          পূবের কোণে
         লাল সূর্য ঐ উঠে।
ফুলবাগানে            ফুলের গাছে
         ফুলকলি সব ফুটে।


সবুজ গাছে          পাখিরা ডাকে
        প্রভাত হাওয়া বয়,
গাঁয়ের পাশে          অজয় নদী
        কুলুকুলু বেগে বয়।


সকাল হল          গাঁয়ের চাষী
       রাঙা মেঠোপথ দিয়ে,
ধান কাটতে        চলেছে মাঠে
       কাস্তেটি হাতে নিয়ে।


রাঙা পথের          দুই ধারেতে
       তাল খেজুরের সারি,
ধানের বোঝা        মাথায় লয়ে
       কেউবা আসছে বাড়ি।


পথের বাঁকে        ঝাঁকে ঝাঁকে
       শালিক পাখি চরে।
বাঁশের বনে          কুকুরগুলো
      রোজ ছুটোছুটি করে।


অজয় নদীর        ঘাটের কাছে
      পড়ে আসে যেই বেলা,
সূর্যি ডোবে       পাহাড় ঘেঁষে
     শেষ হয় দিনের খেলা।