আমাদের ছোট গাঁয়ে এক ছোট নদী আছে,
নৌকাখানি আছে বাঁধা নদীর ঘাটের কাছে।
নাম তার অজয় নদী সদা এঁকে বেঁকে চলে,
বৈশাখে পার হয় সবে এক হাঁটু নদী জলে।


আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট মাটির ঘরে,
সুখশান্তি ভালবাসা হেথা সতত বিরাজ করে।
গাঁয়ের শেষে বটের গাছে চড়ুই পাখির বাসা,
গাঁয়ের মাঠে চাষ করে আমার গাঁয়ের চাষা।


আমাদের গাঁয়ে আছে ছোট ছোট বহু দিঘি,
রবির কিরণে শীতল জল করে ঝিকিমিকি।
দিঘির পাড়ে সারি সারি আছে কত তালগাছ,
জেলেরা জাল ফেলে ধরে রুই ও কাতলামাছ।


সাঁঝের আঁধার নামে আমাদের এই ছোট গাঁয়ে,
চাঁদ ওঠে তারারা ফোটে নীল আকাশের গায়ে।