গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দিঘির ঘাটের কাছে এক বটগাছ আছে
সেই গাছে পাখিদের বাসা,
গাঁয়ের মানুষজন সবাই মোর আপন
গাঁয়ে মোর জাগে নব আশা।


গাঁয়ের পথের বাঁকে তরুশাখে পাখি ডাকে
পথ চলে গেছে বহুদূর,
রাখাল বাজায় বেনু ডাঙায় চরায় ধেনু
শুনি রাখালিয়া বাঁশি সুর।


সূর্য অজয়ের ঘাটে বেলাশেষে বসে পাটে
সোনালি কিরণ নদীজলে,
সন্ধ্যা হলে ঘন্টা বাজে দেবীর মন্দির মাঝে
নদীতট ভরে কোলাহলে।


নদীর ঘাটের কাছে শ্যামের মন্দির আছে
সন্ধ্যায় আরতি সেথা হয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কয় সন্ধ্যায় আরতি হয়
সকলে গাহে শ্যামের জয়।