গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গ্রামে বটতলা আছে বামে
গাঁয়ে আছে ছোট ছোট ঘর,
সব গ্রামবাসীগণ আমার আপনজন
সকলেই কেহ নয় পর।


রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
দূরে শাল পিয়ালের বন,
সবুজ তরুর শাখে প্রভাত পাখিরা ডাকে
গান শুনে ভরে ওঠে মন।


কাজলা দিঘির জলে মরাল মরালী খেলে
গুগলি শামুক ধরে খায়,
তেল মাখে দিঘিঘাটে ছেলেরা সাঁতার কাটে
স্নান সেরে বাড়ি ফিরে যায়।


সরু গলি পথ বেয়ে বাউলেরা গান গেয়ে
চলে সরু মেঠোপথ দিয়ে।
জলে স্নান করা হলে গাঁয়ের বধূরা চলে
যায় কলসীতে জল নিয়ে।


অজয় নদীর চরে সোনালি কিরণ ঝরে
পশ্চিমেতে সূর্য অস্ত যায়,
অজয়ের নদীবাঁকে দূরে শালবন থাকে
লিখিল লক্ষ্মণ কবিতায়।