গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতল তরুর ছায়ে আছে আমাদের গাঁয়ে
ছোট ঘর মাটির উঠান,
গাঁয়ের পথের বাঁকে পাখি ডাকে তরুশাখে
শুনি প্রভাত পাখির গান।


ছোট দিঘি জলে তার হাঁসেরা কাটে সাঁতার
পানকৌড়ি আসে ডুব দিতে,
লালপাড় শাড়ি পরে লাল মাটি পথ ধরে
বধূ সব আসে জল নিতে।


আমার গাঁয়ের মাটি পবিত্র বিশুদ্ধ খাঁটি
গাঁয়ে আছে স্নেহ ভালবাসা,
কামার কুমোর তাঁতি এক প্রাণ এক জাতি
সবাকার মিটে সব আশা।


অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
সাঁঝ হলে ঘরে যায় মাঝি,
সাঁঝের আঁধার নামে জ্বলে দীপ দূর গ্রামে
তরীখানি কূলে বাঁধে আজি।


শালবন থেকে দূরে বাঁশের বাঁশির সুরে
বনে কারা মাদল বাজায়,
পূর্ণিমার চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
লিখিল লক্ষ্মণ কবিতায়।