গাঁয়ের ছায়া মাটির মায়া... মা মাটি মানুষের ভালবাসা
আমার গাঁ আমার মা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে মোর দুইধারে বাড়ি ঘর সারে সারে
সব ঘরে মাটির উঠান।
আমার বাড়ির কাছে সারি সারি গাছ আছে
গাছেগাছে পাখি করে গান।


ছোট দিঘি জলে তার ছেলেরা কাটে সাঁতার
গাঁয়ের বধূরা স্নান করে,
কাঁখেতে কলসী নিয়ে আসে রাঙাপথ দিয়ে
জল নিয়ে বধূ চলে ঘরে।


গাঁয়ের পথের বাঁকে পাখি ডাকে তরুশাখে
দূরে কারা মাদল বাজায়,
লইয়া গরুর পাল বাঁশি বাজায় রাখাল
বাঁশি শুনে মন ভরে যায়।


আমাদের ছোট গাঁয়ে শীতল তরুর ছায়ে
রাখালিয়া সুরে বাঁশি বাজে,
দূরে অজয়ের ঘাট ছোট ছোট ধান মাঠ
কৃষকেরা ব্যস্ত সবে কাজে।


অজয় নদীর ঘাটে বসিল তপন পাটে
সোনালি কিরণ ঝরে জলে,
লিখিল কবি লক্ষ্মণ আঁকিল গাঁয়ের ছবি
কবিতায় কত কথা বলে।