গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি সবুজ ছায়ায়,
তরুশাখে পাখিসব সুরে গীত গায়।
ফুলবনে ফুল ফুটে আসে মধুকর,
গ্রাম সীমানায় দেখা যায় নদীচর।


সারি সারি গরুগাড়ি চলে রাঙাপথে,
দূর গাঁয়ে চলে গাড়ি নদীঘাট হতে।
সরু অলি গলি পথে দুপাশে ধুতুরা,
জল নিতে আসে ঘাটে গাঁয়ের বধূরা।


দিঘিপাড়ে তালগাছ কালো তার জলে,
মরাল আর মরালী মাতে কোলাহলে।
ছেলেরা সাঁতার কাটে দুপুর বেলায়,
তেল মেখে ডুব দিয়ে নিজ ঘরে যায়।


অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
সূর্য অস্ত যায় শেষে সাঙ্গ হয় খেলা।
দূর গ্রামে জ্বলে দীপ বহিছে অজয়,
ভাণ্ডারী লক্ষ্মণ কবি, কবিতায় কয়।