গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজের সমারোহ গ্রামে চারিধার,
শীতল তরুর ছায়ে গ্রামটি আমার।
সারি সারি তালগাছ পথের দুধারে,
আমাদের গ্রামখানি অজয়ের পারে।


রাঙাপথে তরুশাখে পাখি সব গায়,
নদী হতে জল নিয়ে বধূ ঘরে যায়।
আম কাঁঠালের বন শাল বন দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।


অজয়ের নদীঘাট গ্রাম সীমানায়,
যাত্রীদল নদীজলে পার হয়ে যায়।
অজয়ের নদীপারে ছোট দুই গ্রাম,
মাঝখানে বয়ে চলে নদী অবিরাম।


গাঁয়ের মানুষ মোর, আপন সবাই,
একসাথে সকলেই জীবন কাটাই।
জন্মভূমি আমার মা গাই আমি গান,
গাঁয়ের কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।