গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতল তরুর ছায়ে আমাদের গ্রাম,
উত্তরে অজয় নদী বহে অবিরাম।
গ্রাম সীমানায় আছে পলাশের বন,
পাখিদের কলতানে ভরে উঠে মন।


গাঁয়ে আছে ছোট ঘর মাটির পাঁচিল,
এ গাঁয়ের চারধারে আছে খাল বিল।
ছোট এক দিঘি আছে পাড়ে তালগাছ,
তরুশাখে পাখি গায় করে কভু নাচ।


আঁকা বাঁকা গলিপথ গ্রামখানি জুড়ে,
সুনীল গগন তলে শঙ্খচিল উড়ে।
রাখালের বাঁশি বাজে দূরে কোথা থেকে,
বাঁশবনে মুরগীরা কভু উঠে ডেকে।


অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়,
কলসীতে জল নিয়ে বধূ ঘরে যায়।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
বহিছে অজয় নদী সারা রাতি ধরে।