অচিন গাঁয়ের কবি আমি যে ভাই,
চেনা পৃথিবীর অচেনা এক কবি।
আমার কবিতায় আমি এঁকে যাই
আমার আপন গাঁয়ের সুন্দর ছবি।


আমি যে দেখেছি আমার গাঁয়ে
চাষীর দল মাঠে মাঠে করে চাষ,
মাটিতে ফলায় সোনার ধান তাই
সবুজ দেখায় এ গাঁয়ের চারিপাশ।


আমি যে দেখেছি আমার গাঁয়ে,
কুমোরেরা ঘোরায় মাটির চাকা,
মাটি দিয়ে গড়ে মাটির কলসি,
সেথায় সারি সারি আছে রাখা।


আমি যে দেখেছি আমার গাঁয়ে
কামারেরা বসে কামার শালায়,
সারাটা দিন বসে হাঁপর হাঁপায়
লোহার উপরে হাতুড়ি চালায়।


আমি  যে দেখেছি আমার গাঁয়ে
তাঁতি ভাইরা রোজ চালায় তাঁত,
ধুতি ও শাড়ি আর গামছা বোনে
ওরা কাজ করে ভাই দিন রাত।


কর্ম-ক্লান্ত আমার গাঁয়েতে দেখি
দিনের শেষে ঐ সূর্য ডুবে যায় ,
ক্লান্ত পাখিরা ফিরে আসে নীড়ে
চাঁদ তারা হাসে আকাশের গায়।


অচিন গাঁয়ের কবি আমি যে ভাই,
চেনা পৃথিবীর অচেনা এক কবি,
আমার কবিতায় আমি এঁকে যাই
আমার আপন গাঁয়ের সুন্দর ছবি।