অজয়ের জল ...................বহে কল কল
হিমেল পরশ লাগে (প্রথম পর্ব)
কলমে–কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয়ের জল বহে কল কল
হিমেল পরশ লাগে,
কাছে নদীতট আছে তরু বট
প্রভাত পাখিরা জাগে।


সুশীতল জল করে ঝলমল
জলে সোনা রোদ ঝরে,
শালিকের দল করে কোলাহল
অজয় নদীর চরে।


রাঙা শাড়ি পরা গাঁয়ের বধূরা
আসে রাঙাপথ ধরে।
অজয়ের জলে স্নান সারা হলে
জল নিয়ে চলে ঘরে।


অজয়ের ঘাটে সারাদিন কাটে
পশ্চিমেতে রবি ঢলে,
সোনালি কিরণ করে বিকিরণ
অজয় নদীর জলে।


সাঁঝের আকাশে চাঁদ তারা হাসে
ফুটফুটে জোছনায়,
আপন গতিতে নীরবে নিভৃতে
অজয় বহিয়া যায়।