অজয় নদীর পারে ছোট মোর গাঁয়,
মাটিতে নিকানো ঘর সবুজ ছায়ায়।
পূবে রোজ রবি উঠে ছড়ায় কিরণ,
ফুল ফুটে বনে বনে বহে সমীরণ।


তাল সুপারির গাছ খেজুরের বন,
মোরগের ডাক শুনে হরষিত মন।
দিঘিতে মরাল ভাসে মাছ ধরে জেলে,
দিঘিঘাটে দাঁত মাজে ছোট ছোট ছেলে।


গ্রাম সীমানার পাশে নদী বয়ে চলে,
পাল তুলে নৌকা ভাসে অজয়ের জলে।
ভাটিয়ালী গান গেয়ে মাঝি নৌকা বায়,
ঘাটে এসে নৌকা ভিড়ে নদী কিনারায়।


অজয় নদীর পারে ছোট মোর গাঁয়ে,
দুই ধারে ধান খেত মেঠোপথ বাঁয়ে।