অজয় নদীর কাছে.... পাখি ডাকে গাছে গাছে
অজয় নদীর কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের কাছে ছোট এক নদী আছে
স্রোতস্বিনী নামটি অজয়,
অজয়ের দুই পারে শালবন সারে সারে
কুলু কুলু সদা নদী বয়।


চলে বহু গরুগাড়ি গাঁয়ে মেঠো পথ ছাড়ি
নদীঘাটে সোজা আসে চলে,
পূবেতে অরুণ হাসে দলে দলে লোক আসে
নদীঘাট ভরে কোলাহলে।


লাল চেলি শাড়ি পরে আসে রাঙাপথ ধরে
জল নিতে আসে বধূ সব,
নদীতীরে বটশাখে কিচিমিচি পাখি ডাকে
সারাদিন করে কলরব।


দিবা অবসান হলে ঢেউ উঠে নদীজলে
কুলু কুলু জলধারা বয়,
নদীপারে দুই গ্রামে সাঁঝের আঁধার নামে
জ্বলে দীপ সাঁঝের সময়।


পূর্ণিমার চাঁদ উঠে গগনেতে তারা ফুটে
শ্মশানের ঘাটে চিতা জ্বলে,
মধ্যরাতে থেকে থেকে শৃগালেরা উঠে ডেকে
অজয় আপন বেগে চলে।