আকাশে পূবের কোণে লালসূর্য ওঠে,
কুসুম কাননে দেখি ফুলকলি ফোটে।
সকালে সোনার রোদ ঝরে আঙিনায়,
পাখি সব গায় গীত তরুর শাখায়।


গাঁয়ের রাখাল চলে গরু নিয়ে মাঠে,
চাষীরা সবাই রোজ মাঠে ধান কাটে।
রাঙা পথে ধূলো ওড়ে চলে গরু গাড়ি,
মাঠ থেকে ধান নিয়ে কেহ আসে বাড়ি।


অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা,
সন্ধ্যা নামে সাঙ্গ হয় দিবসের খেলা।
নৌকাখানি বেঁধে কূলে মাঝি যায় ঘরে,
আলোক লুকায় সূর্য অজয়ের চরে।


দিন যায় সন্ধ্যা আসে নামে অন্ধকার,
রাত কাটে ভোর হয় গাঁয়েতে আমার।