আমার কবিতা (কবির ২৪০০ তম প্রয়াস)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


[কবিতার মূলকথা: কবিতাকে আমি ভালবাসি। তাকে বলি নি, বলতে সাহস করি নি। একদিন ওর প্রেমিক ছিল কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল, বিপ্লবী কবি সুকান্ত, এডওয়ার্থ, লী হান্ট, শেক্সপীয়ার। আর আজ আমি তার প্রেমে পাগল।
কবিতাকে ভালবেসে আমার সুদীর্ঘ পথ চলা। আজ বাংলা কবিতা আসরে আমার ২৪০০ তম কবিতা উপহার দিলাম।


আমার কবিতা অন্যায়ের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ, আমার কবিতা বঞ্চিতের আঁখিজল, পৃথিবীর মানুষের কান্না, ঘাম আর রক্তের ফসল। কবিতা আমার গান গাওয়া বুলবুলি, কবিতা আমার অজয় তটিনী। আমার কবিতা বসন্তের দূত কোকিলের কুহুতান, প্রভাত পাখির গান।]



কবিতা মানে রূপে অনন্যা অসামান্যা এক নারী,
কবিতা মানে মোর প্রিয়া কভু কি ভুলতে পারি?
কবিতা মানে ক্ষুব্ধ হিয়ার গড়ে ওঠা বজ্র হুংকার,
কবিতা মানে ঝাঁসীর রাণীর হাতে ধরা তলোয়ার।


কবিতা মানে অন্যায়ের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ,
কবিতা মানে রুদ্র মূর্তি ভেঙে যাওয়া নদী-বাঁধ।
কবিতা মানে চপলা মেয়ের মুছে ফেলা অভিমান,
কবিতা মানে বিদ্রোহিনী গাহে বিদ্রোহের জয়গান।


কবিতা মানে প্রতিবাদের ঝড় বিপ্লবের বহ্নিশিখা,
কবিতা মানে বিদ্রোহী লেখনী লিখে যায় রক্তলিখা।
কবিতা মানে কাল বৈশাখীর উদাসী পাগল হাওয়া,
কবিতা মানে অজয় তটিনী সাগরের পানে ধাওয়া।


কবিতা মানে মোর ভালবাসা প্রভাত পাখির গান,
কবিতা মানে বসন্ত ঋতুতে কোকিলের কুহুতান।
কবিতা মানে মোর প্রিয়তমা রাতের রজনী-গন্ধা,
কবিতা মানে রাতের অতিথি মোর প্রিয় মধুছন্দা।


কবিতা মানে হৃদয় কাননে ফোটা কুমুদ কমল,
কবিতা মানে অজয় তটিনী, সুশীতল নদীজল।
কবিতা মানে পূরব গগনে হেসে ওঠা লাল রবি,
কবিতা মানে হৃদয়ের রাণী হৃদয়েতে আঁকা ছবি।


কবিতা মানে জীবনসাথী আমার গানের বুলবুলি,
কবিতা মানে গায়িকা মম গান গায় নবসুর তুলি।
কবিতা মানে অচেনার সাথী জীবনে চলার পথে,
কবিতা মানে মুক্তবিহঙ্গ সম ভ্রমিছে জীবন রথে।


কবিতা মানে হৃদয় আকাশে ফুটে ওঠা ধ্রুবতারা,
কবিতা মানে নদী আপন বেগে ধায় পাগল পারা।
কবিতা মানে সাঁঝের প্রদীপ আমার মনের কোণে,
কবিতা মানে আমার প্রেয়সী কবিতার জাল বোনে।


কবিতা মানে প্রেমিক কবির লেখা কবিতার পাতা,
কবিতা মানে হৃদয়ের মাঝে লেখা হৃদয়ের গাথা।
কবিতা মানে আমার জীবনে বেঁচে থাকার আশা,
কবিতা মানে আমার কবিতা পবিত্রতম ভালবাসা।


কবিতা মানে অমানিশা রাতের সপ্নের মায়া জাল,
কবিতা মানে কবির কবিতা বেঁচে থাকে চিরকাল।
কবিতা মানে আমার গাঁথা মালা কাব্যের কাণ্ডারী,
কবিতা মানে প্রকৃতি প্রেমিক কবি লক্ষ্মণ ভাণ্ডারী।