গাঁয়ে আছে স্নেহছায়া,
মমতা মাখানো মায়া,
            গাঁয়ে আছে ছোট ছোট ঘর।


রে মন আমার---
            আশায় বাঁধি খেলাঘর।


দূরে ঐ যায় যে দেখা,
চলে নদী আঁকা বাঁকা,
            দূরে হেরি অজয়ের চর।


রে মন আমার---
            আশায় বাঁধি খেলাঘর।


গাঁয়ে আছে নব আশা,
সুখ শান্তি ভালবাসা,
          সুখে হেথা থাকি নিরন্তর।


রে মন আমার---
           আশায় বাঁধি খেলাঘর।


সবুজের অভিযান,
পাখিদের কলতান,
           আকুল করে তোলে অন্তর।


রে মন আমার---
           আশায় বাঁধি খেলাঘর।


দুঃখে গড়া সংসারে,
সুখ শুধু খেলা করে
           দুঃখে করি নাকো কভু ডর।


রে মন আমার---
          আশায় বাঁধি খেলাঘর।


গাঁয়ের মাটি স্বর্গ মোর,
আছি সুখে জীবনভোর,
         গাঁয়ের মানুষ কেহ নয় পর।


রে মন আমার---
           আশায় বাঁধি খেলাঘর।


গাঁয়ে আছে স্নেহছায়া,
মমতা মাখানো মায়া,
            গাঁয়ে আছে ছোট ছোট ঘর।


রে মন আমার---
           আশায় বাঁধি খেলাঘর।