উদিল অরুণ রবি পূরব গগনে।
          আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।


             ফুটিল কুসুম কলি,
           আসে ধেয়ে যত অলি,
                          গুন গুন সুর তুলি, মধু আহরণে।
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।


             তরুশাখে কিশলয়,
              পর্ণে পরিণত হয়,
                           দখিনা বাতাস বয়, মৃদু মন্দ সমীরণে।
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।


              শাখী ভরেছে শিমূলে,
              আছে পড়ে তরু মূলে,
                         লাল পলাশের ফুলে রং ধরেছে মনে মনে।
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।


              প্রজাপতি আসে উড়ে,
             ফুলে ফুলে ঘুরে ঘুরে,
                          রাখালিয়া বাঁশি সুরে, পুলকিত তনুমনে।
আসিল ফাগুন আজি ফুল বনে বনে।
(ওরে ভাই) আসিল ফাগুন আজি ফুল বনে বনে।