এসো হে বৈশাখ..... বৈশাখে করি আহ্বান
বৈশাখের আবাহনী কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসো হে বৈশাখমাস করি আবাহন,
বর্ষ শেষে নব সাজে বর্ষ আগমন।
বর্ষের প্রথম মাস বৈশাখের মাস,
সূর্যের উত্তাপে তপ্ত হয় চারিপাশ।


আসিল বৈশাখ মাস বর্ষের প্রথমে,
প্রাণ করে আনচান প্রচণ্ড গরমে।
বৈশাখে প্রখর তাপে প্রাণ নাহি রয়,
ক্লান্ত দেহে ঘর্ম ঝরে সহ্য নাহি হয়।


প্রখর উত্তাপ লয়ে এসো হে বৈশাখ,
শোকতাপ ব্যাধি জরা সব মুছে যাক।
আসুক বৈশাখ মাস প্রচণ্ড উত্তাপ,
মুছে যাক গ্লানি যত রুদ্র অভিশাপ।


জলাশয় শুষ্ক হয় প্রখর বৈশাখে,
অজয় নদীতে তাই হাঁটুজল থাকে।
এসো হে বৈশাখমাস করি আমন্ত্রণ,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।