এসো হে বৈশাখ..... বৈশাখে করি আহ্বান
বৈশাখের আবাহনী কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসো হে বৈশাখ আনো প্রখর উত্তাপ,
হিংসা দ্বেষ দূরে যাক আর অনুতাপ।
শুভ নববর্ষ আসে প্রথম বৈশাখে,
লিচু জাম তরমুজ আর আম পাকে।


আসিল বৈশাখ মাস এই বসুধায়,
নব রবি দীপ্ত তেজে কিরণ ছড়ায়।
রবির প্রখর তাপে মাটি তপ্ত হয়,
শুকায় পুকুর বিল আর জলাশয়।


ক্লান্তপদে পথে হাঁটে পথিকের দল,
স্নান সেরে বধূসব নিয়ে আসে জল।
দুপুরে প্রখর রোদ সহ্য নাহি হয়,
কর্মক্লান্ত সারা দেহে ঘর্মধারা বয়।


অজয় নদীর ঘাটে বট ছায়াতলে,
বসিয়া বিশ্রাম করে পথিক সকলে।
বৈশাখের কাব্যমালা অপূর্ব কথন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।