গাঁয়ের পথে
আমের বনে,
কোকিল গায়
আপন মনে।


পূব আকাশে
সূর্য ওঠে,
ফুলের বনে
ফুল ফোটে।


ঘুঘু ডাকে
দূরের মাঠে,
সরু বালিচর
নদীর ঘাটে।


গাঁয়ের মাঝি
নৌকা বায়,
তরী বেয়ে
ওপারে যায়।


ভর দুপুরে
ছাতা হাতে,
পান্থ পথিক
পথে হাঁটে।


দুপুর রোদে
পথের পরে,
আকাশ হতে
আগুন ঝরে।


বৈশাখ মাসে
রোদ্র প্রখর,
বিকালে আসে
প্রবল ঝড়।


পথের পরে
গাইগরুগুলো,
দৌড়ে আসে
উড়িয়ে ধূলো।


একটু পরেই
ঝড় থামে,
জোরে জোরে
বর্ষা নামে।