বাংলা আমার মাতৃভূমি
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার প্রভাতবেলা
প্রভাত পাখির গান।


বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার দেশ,
বাংলা আমার ধূতি পরা
বাংলা আমার বেশ।


বাংলার মাঠে মাঠে চাষী
ফলায় সোনার ফসল,
বাংলার সবুজ গাছে গাছে
ধরে কত ফুল ও ফল।


বাংলা আমার মাতৃভাষা
বাংলা মধুর গানের সুর,
বাংলা আমার ভূস্বর্গ ভূমি
বাংলা যে উর্ধ সুরপুর।


বাংলা আমার নয়নদিঘি
ফোটে সোনার কমল,
বাংলার সবুজ ডাঙায় চরে
যত গরু মহিষ সকল।


বাংলা আমার অজয় নদী
বাংলা সুশীতল ছায়া,
এই মাটিতে ছড়ানো আছে
মমতা মাখানো মায়া।