বাংলা মোদের জন্মভূমি
                  বাংলা মোদের মাতৃভাষা,
বাংলার গাছে পাখি নাচে
                  বাবুই বোনে আপন বাসা।


বাংলার ফুল , বাংলার ফল
                   বাংলার মাটি,  বাংলার জল,
মাটিতে ফলে সোনার ফসল
                    বাংলায় ফোটে কুমুদ-কমল।


বাংলার জলে মরাল ভাসে
                    মাঠে ফলে সোনার ধান,
বাংলার পথে একতারা হাতে
                   বাউল কবি গাহে গান ।


বাংলার সুখে সুখী মোরা সবে
                      দুঃখে মোদের পায় কান্না,
এই মাটিতে পাই স্নেহের পরশ
                       বাংলার মাটি মোদের মা।