আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে
আমার বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কড় কড় রবে মেঘ ডাকিছে গগনে,
বিজুলি হাসিছে মেঘে প্রতি ক্ষণে ক্ষণে।
আষাঢ়ে বাদল নামে ঝরে অবিরাম।
ঝম ঝম বৃষ্টি ঝরে নাহিক বিরাম।


নদীনালা খালবিল জলে গেছে ভরে,
মুষল ধারায় বৃষ্টি সারাদিন ধরে।
জল জমে পথঘাট হয়েছে পিছল,
ঘোলাজলে ব্যাঙগুলি করে কোলাহল।


জলে ভিজে চাষীভাই মাঠে চাষ করে,
সারাদিন চাষ করে সাঁঝে ফিরে ঘরে।
দিঘিজলে হাঁসগুলি কাটিছে সাঁতার,
গগনে গরজে মেঘ আকাশ আঁধার।


অজয়ের নদীঘাটে নাহি কেহ আজি,
নদীতটে তরী রাখি গেছে চলে মাঝি।
অবিরাম জল ঝরে বহে সমীরণ,
আষাঢ়ের কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।