আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে আমার বর্ষার কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল ঝরে অঝোর ধারায়,
পথেঘাটে জল কাদা পথ চলা দায়।
জলে ভিজে চাষীভাই মাঠে করে চাষ,
সারাদিন জল ঝরে আষাঢ়ের মাস।


সারাদিন জল ঝরে নাহিক বিরাম,
মুষল ধারায় বৃষ্টি ঝরে অবিরাম।
কাজলা দিঘির পাড়ে মরালের দল,
মরালীর পাছে ধায় করে কোলাহল।


মাঠ ঘাট থই থই জলে আছে ভরে,
বিজুলি ঝলিছে মেঘ গুরু গুরু করে।
পথে ঘাটে জল জমে হয়েছে পিছল,
পথের দুধারে জমা এক হাঁটু জল।


ঘন কৃষ্ণমেঘে ঢাকা আকাশ আঁধার,
নদী মাঠে বিলে খালে জল চারিধার।
নামিল বাদল ধারা অঝোর ধারায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।