আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে আমার বর্ষার কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নামিল বাদল আজি মুষল ধারায়,
কড়কড় রবে মেঘে শব্দ শোনা যায়।
বিজুলি হাসিছে ওই সুদুর গগনে,
টুপুর টাপুর বৃষ্টি পড়ে আনমনে।


ছেয়েছে গগন আজি কালো অন্ধকার,
বিজুলি ঝলসি উঠে মেঘে চারিধার।
কোথা যেন বাজ পড়ে কড় কড় কড়,
আম গাছে ডাল ভাঙে মড় মড় মড়।


নদীতে প্রবল বন্যা মাঝি নাই ঘাটে,
জলে ভিজে চাষীসব চাষ করে মাঠে।
অজয়ের প্লাবনেতে ভাসে বাড়িঘর,
আষাঢ়ে বাদল ধারা ঝরে ঝর ঝর।


এপারেতে বৃষ্টি নামে বন্যা চারিধার,
ওপারেতে গ্রাম ভাসে আর্ত হাহাকার।
ফুঁসিছে অজয় নদী দু-কূল ভাসায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।