আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে আমার বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল ধারা ঝরে ঝর ঝর,
অজয়ের প্লাবনেতে ভাসে বাড়িঘর।
সারাদিন জল ঝরে নাহিক বিরাম,
মুষল ধারায় বৃষ্টি ঝরে অবিরাম।


কাজলা দিঘির পাড়ে মরালের দল,
মরালীর পাছে ধায় করে কোলাহল।
শানবাঁধা ঘাট তার ডুবে গেছে জলে
জলে ভিজে গৃহ-বধূ নিজ ঘরে চলে।


চারিদিক জলময় জল আর জল,
জল জমে পথঘাট হয়েছে পিছল।
নদীনালা খালবিল জলে আছে ভরে,
আষাঢ়ে বাদল নামে সারাদিন ধরে।


বরষায় আজি কেহ নাহি নদীকূলে,
প্লাবনের ঘোলাজলে নদী উঠে ফুলে।
নদীজলে উঠে ঢেউ দুকূল ভাসায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।