আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে আমার বর্ষার কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল ঝরে বরিষার ধারা,
অজয় ফুঁসিয়া উঠে পাগলের পারা।
প্লাবনের জল ঢুকে আজি সারা গাঁয়ে,
ভেঙে গেছে নদীবাঁধ শালবন বাঁয়ে।


বিজুলির ঝলসিছে ঘন কালো মেঘে,
জল পড়ে পাতা ঝরে পবনের বেগে।
পথে ঘাটে জলকাদা পথ চলা দায়,
লাঙল বলদ লয়ে চাষী মাঠে যায়।


দিঘিজলে হাঁসগুলি কাটিছে সাঁতার,
পানকৌড়ি ডুব দেয় জলে চারিধার।
শানবাঁধা ঘাট তার ডুবে গেছে জলে,
জল নিয়ে নব-বধূ জলে ভিজে চলে।


আষাঢ়ের ভরা নদী কানায় কানায়,
মাতিয়া ছুটিয়া চলে দুকূল বাসায়।
অজয়ের নদীগর্ভে প্রবল প্লাবন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।